গণপিটুনিতে ডাকাত নিহত, ডাকাতের হামলায় আহত পুলিশ
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০২:৫৯ পিএম
মানিকগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। ডাকাতের হামলায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্য মানিকগঞ্জ সদর থানার কনস্টেবল রাকিব হোসেন (৩৪)। গুরতর আহতাবস্থায় তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ডাকাত সদস্যের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সদর থানার ওসি আবদুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে একজন রোগীসহ চার যাত্রীকে নিয়ে বারাহিরচর গ্রাম থেকে অটোরিকশায় চালক ইদ্রিস আলী মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় আসার পর মুখোশধারী সাত-আটজনের ডাকাত দল তাদের অটোরিকশা থামায়।
এ সময় ধারালো অস্ত্রের মুখে তাদের সবার কাছ থেকে ১০-১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। কিছু দূর আসার পর ইদ্রিস আলী নামে এক ব্যক্তি ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে টহল পুলিশের একটি দল এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছান।
টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কনস্টেবল রাকিব হোসেন একজন ডাকাতকে ধরে ফেলেন। এ সময় ওই ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন।
এদিকে পুলিশের অন্যান্য সদস্য ডাকাত ডাকাত চিৎকারে গ্রামের মানুষজনও ডাকাতদের ধাওয়া দিয়ে ধরে ফেলে এক ডাকাত সদস্যকে। গণপিটুনি থেকে উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আবদুল রউফ সরকার জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আহত কনস্টেবল মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।