চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল দুইল্লাঝিরী এলাকা থেকে মৃত হাতি শাবক উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার ভোরে স্থানীয় লোকজন হাতিটিকে দেখতে পেয়ে বনকর্মীদের জানান। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে হাতিটি মারা যায়।
সরেজমিন দেখা যায়, চাম্বল বন বিট কার্যালয় থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে বনের পাশে জমিতে এক বছর বয়সি মৃত হাতি পড়ে আছে। কয়েকজন বনপ্রহরী হাতিটিকে পাহারা দিচ্ছেন। স্থানীয় লোকজন মৃত হাতিকে দেখতে ভিড় জমিয়েছেন।
বাঁশখালী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ জানান, হাতিটির বয়স এক থেকে দেড় বছর হতে পারে। হাতিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসক টিম গেছে। বিস্তারিত ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।