Logo
Logo
×

সারাদেশ

আসছে বিপুল পরিমাণ কাঁচামরিচ, প্রভাব পড়েনি খুচরা বাজারে

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

আসছে বিপুল পরিমাণ কাঁচামরিচ, প্রভাব পড়েনি খুচরা বাজারে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভারতীয় ৬টি ট্রাকে প্রায় ৫৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। তবুও প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরের খুচরা কাঁচাবাজারে। যার ফলে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।

আমদানি করা কাঁচামরিচ হিলির খুচরা বাজারে না আসার কারণে দাম কমেনি বলে খুচরা ব্যবসায়ীরা জানান। 

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচাবাজারের মোকামে দেশি মরিচের দাম বেড়েই চলেছে। আমরা বুধবার ২২০ টাকা পাইকারি কিনে ২৩০ টাকা কেজি দরে বিক্রি করেছি। বৃহস্পতিবার ২৯০ টাকা পাইকারি কিনে ৩০০ টাকা দরে বিক্রি করছি। তবে ভারতীয় কাঁচামরিচ আমদানিকারকরা স্থানীয়ভাবে বিক্রি করছেন না। যার ফলে হিলির বাজারে দাম কমছে না। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। 

হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার এবং বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভারতীয় ১০টি ট্রাকে ৮৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম