ভুল রাস্তা দেখিয়ে জঙ্গলে নিয়ে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম
ময়মনসিংহের ভালুকায় ভুল রাস্তা দেখিয়ে জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে আল আমীন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
আল আমীন (২৭) উপজেলার হবিরবাড়ির খন্দকারপাড়ার সাবেক মেম্বার নূরুল ইসলামের ছেলে।
বুধবার সাড়ে ১২টায় দক্ষিণ হবিরবাড়ি গ্রামের একটি জঙ্গলে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন।
জানা যায়, ভুক্তভোগী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাসিন্দা। তিনি মা-বাবাসহ দীর্ঘদিন যাবত হাবিরবাড়ি এলাকার বাতেন সরকারের বাড়িতে ভাড়া থেকে বাদশাহ টেক্সটাইলে চাকরি করেন। বুধবার দুপুরে ভুক্তভোগী উপজেলার মনোহরপূর গ্রামে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে সু-নিভার্স জুতা ফ্যাক্টরির কাছে হবিরবাড়ি গ্রামের আল আমীন (২৭), জিয়াদ (১৮), মাসুম (১৯) ও ইয়াছিন (১৮) গতিরোধ করে ভুক্তভোগীর বান্ধবীর বাড়ির রাস্তা বন্ধ থাকার কথা বলে অন্য একটি রাস্তায় যেতে বলেন।
তাদের দেখানো পথে কিছু দূর যাওয়ার পর ভুক্তভোগীকে আল আমীন ও তার তিন সহযোগী জোরপূর্বক গভীর জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে ভুক্তভোগীকে হাত বেঁধে জোরপূর্বক আল আমীন ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর ডাকচিৎকারে স্থানীয় এক কৃষক জনৈক মজনু মিয়া ও অপর একজন এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। পরে ৯৯৯ নাম্বারে ফোন করলে ভালুকা মডেল থানা পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে; বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত আল আমীন আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।