Logo
Logo
×

সারাদেশ

নরসুন্দরকে জুতাপেটা করলেন আওয়ামী লীগ নেতা

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১০:৪৮ পিএম

নরসুন্দরকে জুতাপেটা করলেন আওয়ামী লীগ নেতা

আশুলিয়ায় নরসুন্দরকে জুতাপেটা করলেন আওয়ামী লীগ নেতা শহিদ ওরফে ডন (৫২)। মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার টেঙ্গুরী এলাকায় এতিম মার্কেটের ‘বাদল হেয়ার কাটিং’য়ে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে শহিদ ওরফে ডনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন নরসুন্দর বাবুল চন্দ্র শীল ।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- শহিদ ওরফে ডন (৫২), একই এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে আশরাফ (৩৫) ও জয়নাল আবেদীনের ছেলে হিমেল (৩২)।

শহিদ আশুলিয়ার টেঙ্গুরী কোনাপাড়া এলাকার মৃত জিয়র আলী মণ্ডলের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিমুলিয়ার টেংগুরী এলাকায় নরসুন্দর বাবুল শীলের দোকানে আওয়ামী লীগ নেতা শহিদ ওরফে ডন (৫২) এসেই ‘হুকুম’ দেন শেভ করে দিতে। এ সময় নরসুন্দর একজনের চুল কাটছিলেন কিন্তু নেতা বলে কথা। ডন সিরিয়াল ভেঙে তার শেভ আগে করতে বলেন।

এতে বাবুল শীল রাজি না হওয়ায় ডন ক্ষেপে গিয়ে সেলুনের ভেতরেই জুতা দিয়ে পেটাতে থাকেন নরসুন্দর বাবুল চন্দ্র শীলকে। একপর‌্যায়ে আওয়ামী লীগ নেতা ডনের সহযোগীরা সেলুনের দোকান ভাঙচুর শুরু করেন।

এ সময় বাবুল চন্দ্র শীলের ছেলে বাদল শীল বাবাকে বাঁচাতে পাশের দায়ের দোকান থেকে ছুটে আসলে ডনের লোকজন তাকেও ব্যাপক মারধর করেন। একপর‌্যায়ে ডন ও তার লোকজন বাদলের চায়ের দোকানও ভাঙচুর করে এবং ক্যাশবাক্স থেকে ৩৬ হাজার টাকা লুটে নেয়। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাকিবুল ইসলাম বাবুল বলেন, শহিদ শিমুলিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রাথমিকভাবে ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ পেলে বা ঘটনা বিশ্লেষণ করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীকে মারধর ও দোকানপাট ভাঙচুরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম