দৌলতদিয়া লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৫:২৪ পিএম
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। দৌলতদিয়া প্রান্তের লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আবার অনেক যাত্রীকে তাদের পরিবার-পরিজন নিয়ে ঢাকা থেকে ঘরমুখো হতেও দেখা গেছে।
সরেজমিন বুধবার দুপুরের দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা ঘুরে যাত্রীদের ভিড়ের চিত্র দেখা যায়। ঘাটে চলাচলকারী দূরপাল্লার বাসের কোনো জট না থাকায় যাত্রীরা অনায়াসে লঞ্চে উঠে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাটের দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, ঈদুল আজহা শেষে লঞ্চে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটাই বেশি। তবে ঢাকা ফেরত যাত্রীদের চাপ তেমন একটা নেই বলে জানান।
লঞ্চ পার হওয়া ঢাকামুখী যাত্রী সোহেল রানা বলেন, আমার ঈদের ছুটি আজকেই শেষ হচ্ছে। কালকে থেকে অফিস করতে হবে বলে কুষ্টিয়ার বাড়ি থেকে কর্মস্থলে চলে যাচ্ছি। তবে ঘাটে কোনো ভোগান্তি নেই বলে জানান তিনি।
ঢাকামুখী আরেক যাত্রী রীতু বেগম বলেন, গার্মেন্টসের ছুটি বেশিদিন পাইনি, তাই পরিবার-পরিজন ছেড়ে চলে যাচ্ছি। অন্যবারের থেকে দৌলতদিয়া ঘাটের চিত্র একেবারেই পালটে গেছে বলে জানান তিনি।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চের মধ্যে ১৮টি লঞ্চ বর্তমানে চলাচল করছে। যাত্রীসংখ্যা বাড়লে বাকি লঞ্চগুলো চলবে বলে জানান তিনি।