Logo
Logo
×

সারাদেশ

পাহাড়ি ঢলে আবারো ভেঙে গেল সাতছড়ির ব্রিজ

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম

পাহাড়ি ঢলে আবারো ভেঙে গেল সাতছড়ির ব্রিজ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি ত্রিপুরাপাড়ার যোগাযোগের একমাত্র অস্থায়ী ব্রিজটি পাহাড়ি ঢলে আবারো ভেঙে গেছে। সোমবার রাতের ঢলে এ ব্রিজ ভেঙে পানিতে ভাসিয়ে নেয়।

এর আগে ২০২২ সালে ব্রিজটি ভেঙে যাওয়ার পর উপজেলা পরিষদ অস্থায়ীভাবে চলাচলের জন্য বাঁশ-কাঠের এ ব্রিজ তৈরি করে পাড়ার ২২টি পরিবারের লোকজনের চলাচলের সুবিধা করে দিয়েছিল।

স্থানীয়রা জানান, ২০১৮ সাল থেকে সাতছড়ি ত্রিপুরাপাড়া পাহাড়ি ঢলে ভাঙা শুরু হয়। একে একে পল্লীর চারটি পরিবারের ঘর ভাঙনের কবলে পড়ে। ২০২২ সালে পল্লীর যোগাযোগের একমাত্র মাধ্যম পাকা ব্রিজটি ভেঙে যায়। এতে পল্লীর ২২টি পরিবার কষ্টের মধ্যে পড়ে। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পাকা ব্রিজের সঙ্গে অস্থায়ীভাবে চলাচলের জন্য বাঁশ-কাঠের ব্রিজ করে দেয়। কিন্তু মঙ্গলবার পাহাড়ি ঢলে এ ব্রিজের একটি অংশ ভেঙে নিয়ে গেছে। এতে পল্লীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পল্লীর লোকজন বের হতে পারছেন না। অনেকেই পানি ডিঙ্গিয়ে ছড়া পারাপার হচ্ছেন।

এ বিষয়ে পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মা জানান, বারবার আমাদের পল্লী ভাঙনের কবলে পড়ছে। এ পর্যন্ত চারটি পরিবারের ঘর ঢলে ভাসিয়ে নিয়ে গেছে, এছাড়া আমাদের যোগাযোগের একমাত্র ব্রিজটিও ভেঙে গেছে। আমরা জেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে একাধিকবার গিয়েছি, আবেদন করেছি, কিন্তু স্থায়ী কোনো ব্রিজও আমাদের নির্মাণ করে দেওয়া হচ্ছে না। গত বছর অস্থায়ীভাবে চলাচলের জন্য বাঁশ-কাঠের ব্রিজ নির্মাণ করে দেয় উপজেলা প্রশাসন। কিন্তু মঙ্গলবারের পাহাড়ি ঢলে এটিও ভেঙে গেছে। এখন আমরা পরিবার পরিজন নিয়ে বিপদে আছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম