বৃষ্টিভেজা রাতে সড়কের পাশে কান্নার শব্দে মিলল নবজাতক
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৮:১০ পিএম
সিলেটের বিশ্বনাথে বৃষ্টিভেজা রাতে পাওয়া গেছে এক নবজাতক শিশু কন্যা। রোববার দিবাগত রাত ১১টার দিকে দশঘর ইউনিয়নের সমেমর্দান গ্রাম এলাকায় কান্নার শব্দ পেয়ে দুজন টমটম চালক ওই নবজাতককে উদ্ধার করেন।
টমটম চালক সুবল দেবনাথ ও নাজিম মিয়া ওই শিশুকন্যাকে উদ্ধার করে স্থানীয় পীরের বাজারের পল্লী চিকিৎসক এসবি নিরুর কাছে দিয়েছেন। ওই পল্লী চিকিৎসক শিশুটির যথাযথ চিকিৎসা ও খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
পল্লী চিকিৎসক এসবি নিরু বলেন, রাতে টমটম চালক সুবল দেবনাথ ও নাজিম মিয়া গ্যারেজে টমটম বন্ধ করতে গেলে রাস্তার পাশে এই নবজাতকের কান্না শুনতে পান। পরে তারা নবজাতকটিকে আমার কাছে এনে দিয়েছেন। বর্তমানে নবজাতক শিশুটি ভালো আছে।