Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে ফুটবল খেলা দেখলেন নেইমারের সেই বন্ধু

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৬:০৪ পিএম

হবিগঞ্জে ফুটবল খেলা দেখলেন নেইমারের সেই বন্ধু

ফুটবল খেলা উপভোগ করতে হবিগঞ্জে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের বন্ধু কিশোরগঞ্জের সন্তান রবিন মিয়া। মাঠে হাজির হয়ে আকর্ষণ কেড়েছেন সবার।

রোববার বিকালে হবিগঞ্জের চুনারুঘাটে ডিসিপি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলাটি দেখেন তিনি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবারই প্রথম কোনো বিদেশি ফুটবল দলের সঙ্গে খেলেছে। খেলাটি দেখতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিপক্ষ ছিল পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর এলাকার গিয়াস ফুটবল একাডেমি। ৯০ মিনিট খেলা শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

খেলা দেখতে এসে রবিন মিয়া দর্শকদের উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ঈদের দুই দিন আগে আমি বাংলাদেশে এসেছি। আমি কখনো ভাবতে পারিনি এ রকম একটি পরিবেশে আমি আসব। আপনাদের উপস্থিতি দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। সিলেটের একটি লোকাল এলাকায় ফুটবল খেলা দেখতে এত মানুষ জড়ো হয়েছেন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রশংসা করে রবিন মিয়া বলেন, আমি ব্যারিস্টার সুমনকে ধন্যবাদ জানাই। তিনি নিজের পেশা ফেলে ফুটবলের জন্য মন থেকে কাজ করছেন। নেইমার, মেসি, রোনালদো পুরো বিশ্বের জন্য স্টার। আর বাংলাদেশের জন্য স্টার হলেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই। আমি সর্বপ্রথম একজন বাঙালি হিসেবে অনেক বছর যাবত নেইমারের সঙ্গে কাজ করছি। সে আমার খুব কাছের বন্ধু।

রবিন মিয়া আরও বলেন, ল্যাটিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ের অনেকগুলো ক্লাবের সঙ্গে আমি জড়িত। বাংলাদেশের কোনো খেলোয়াড় যদি ল্যাটিন আমেরিকাতে প্রয়োজন হয়, তাহলে আমার দুয়ার সব সময় খোলা থাকবে। যদি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে দক্ষ খেলোয়াড় বের হয়, তার জন্য আমি নিজে যোগাযোগ করবো। তিনি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জন্য দুই লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যদি আমি বেঁচে থাকি আগামী পাঁচ বছর পর চুনারুঘাট থেকে কেউ না কেউ ইউরোপিয়ান লিগে খেলবে। কেউ এটা ঠেকাতে পারবে না। বার্সেলোনা যেমন স্পেনের ফুটবলের রাজধানী, তেমনি চুনারুঘাটকে বাংলাদেশের ফুটবলের রাজধানী করতে চাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম