Logo
Logo
×

সারাদেশ

সিসিকের দুই কাউন্সিলরের শপথ গ্রহণ অনিশ্চিত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম

সিসিকের দুই কাউন্সিলরের শপথ গ্রহণ অনিশ্চিত

ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আগামীকাল সোমবার। এর মধ্যে দুই কাউন্সিলরের শপথ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কারণ সিলেটের দুটি প্রতিষ্ঠানের টেস্টে তাদের দুই রকম রিপোর্ট আসে। ওসমানী মেডিকেলের রিপোর্টে পজিটিভ ও এনজিও সংস্থা সীমান্তিকের রিপোর্টে নেগেটিভ আসে। 

শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে করোনা শনাক্ত হওয়া দুই কাউন্সিলর হলেন সিসিকের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ ও সংরক্ষিত-৭ আসনের (সাধারণ ওয়ার্ড-১৯, ২০ ও ২১) কাউন্সিলর নার্গিস সুলতানা রুমি।

ওই দুই কাউন্সিলর ঢাকায় গেছেন। ঢাকার টেস্টে নেগেটিভ রিপোর্ট পেলে তারা শপথ নিতে পারবেন এ আশায়। যুগান্তরকে এমন তথ্য দিয়েছেন কাউন্সিলর নার্গিস সুলতানা রুমি।

তিনি আরও জানান, শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তবে ওসমানী মেডিকেলের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া কাউন্সিলর মোস্তাকেরও বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিকের পরীক্ষায় নেগেটিভ ফল আসে। ঢাকার আইসিডিডিআরবির নমুনা পরীক্ষা করলে এ বিভ্রান্তি দূর হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম