Logo
Logo
×

সারাদেশ

সাফারি পার্কের গেটে পানি জমে ভোগান্তি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম

সাফারি পার্কের গেটে পানি জমে ভোগান্তি

শ্রীপুরে অতিরিক্ত বৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মূল ফটকসহ পার্কের ভেতরের প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে দর্শনার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এতে ঈদ আনন্দ উপভোগ করতে আসা দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েছে।

শনিবার বিকালে পার্ক ঘুরে দেখা গেছে দর্শনার্থীদের তেমন চাপ নেই। দায়িত্বপ্রাপ্তরা অনেকটাই আয়েশি সময় কাটাচ্ছে। টানা বৃষ্টির কারণেই পার্কে দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে, এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, পার্কে দর্শক এত কম আসছে, যা কখনো কল্পনা করিনি। দুটি ঈদেই আমাদের ব্যবসা ভালো হয়। এ ঈদে ব্যবসা একেবারেই মন্দা।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন, দর্শনার্থীদের জন্য পার্ক প্রস্তুত আছে। টানা বৃষ্টির কারণে অন্য ঈদের তুলনায় এবার ঈদে দর্শনার্থীর  সংখ্যা ৩-৪ গুণ কম। তবে বৃষ্টি কমলে দর্শক সংখ্যা বাড়তে পারে বলে আশা করেন তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম