Logo
Logo
×

সারাদেশ

সাগরে ট্রলার ডুবির ৫ দিন পর ৫ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ২

Icon

ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৫:০০ পিএম

সাগরে ট্রলার ডুবির ৫ দিন পর ৫ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ২

ভোলার চরফ্যাশনে সাগর মোহনার ঢালচরের সীমানায় তিন চর এলাকায় ৫ দিন আগে ঝড়ের তোড়ে ১৩ জেলেসহ মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার দুপুরে শ্যামরাজ ঘাটে ওই লাশগুলো বয়ে আনে জেলেরা। ওই ট্রলারের নিখোঁজ রয়েছে আরও ২ জেলে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তিনজনের লাশ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। তারা হলেন- চরমাদ্রাজের মো. ফজলে করিম, চর নিউটনের মো. শরীফ, একই এলাকার মো. সিহাব উদ্দিন।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান জানান, জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ২৪ জুন সকালে চরফ্যাশনের শ্যামরাজ ঘাট ছেড়ে সাগর মোহনায় মাছ ধরতে যায়। পরের দিন ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে ১৩ জেলে ছিল। দুই দফায় ৬ জেলে উদ্ধারের পর এলাকায় ফিরে আসে। নিখোঁজ থাকে ৭ জন। এদের মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ৫ জনের মরদেহ পাওয়া গেছে। জাহাঙ্গীর মাঝি ও তার ছেলে আব্দুল গনিকে জীবিত উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন।

অন্যকোন কারণে জেলেদের মৃত্যু হয়েছে কিনা তাও তলিয়ে দেখছে পুলিশ এমনটা জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম