Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে ১০ ঘণ্টায় কুরবানির পশুর বর্জ্য অপসারণ

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১০:০৩ পিএম

ধামরাইয়ে ১০ ঘণ্টায় কুরবানির পশুর বর্জ্য অপসারণ

পৌর মেয়র গোলাম কবির মোল্লা

ঢাকার ধামরাইয়ে ১০ ঘণ্টায় কুরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হয়েছে। গত বছরও ১০ ঘণ্টায় কুরবানির পশুর বর্জ্য অপসারণ করে প্রথম স্থান অধিকার করেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা।

যথা সময়েই কুরবানির পশুর বর্জ্য অপসারণ করে ধামরাই পৌরবাসী বা তথা দেশবাসীর প্রশংসা কুড়িয়েছেন। এজন্য পৌর মেয়র গোলাম কবির মোল্লার নেতৃত্বে ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে শতাধিক পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এ বর্জ্য অপসারণে অংশ নেয়। নিরলসভাবে সকাল ৯টা থেকে শুরু করে রাত ৭টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে বর্জ্য অপসারণ করে।

পৌর মেয়র গোলাম কবির মোল্লা বলেন, নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। পৌরবাসী আমাকে সহযোগিতা করেছেন তাই আমার কাজে রেকর্ড সৃষ্টি হয়েছে। এ অবদানও পৌরবাসীর। আমি নিজেকে কখনো পৌর পিতা বা পৌর শাসক ভাবি না। আমি নিজেকে সব সময় সেবক বা পৌরবাসীর রাখাল মনে করি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম