Logo
Logo
×

সারাদেশ

আদালতে জাল কাগজ উপস্থাপনে তিন ভাইয়ের পরিণতি

Icon

যুগান্তর প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:৪৪ পিএম

আদালতে জাল কাগজ উপস্থাপনে তিন ভাইয়ের পরিণতি

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে জাল কাগজপত্র উপস্থাপন করায় টাঙ্গাইলে তিন ভাইকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সুরুজ সরকার ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত আপিল ট্রাইব্যুনাল-১’ এর বিচারক হিসেবে সোমবার বিকালে এ রায় দেন। দণ্ডিতরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে নির্মল কুমার সরকার, শ্যামল কুমার সরকার ও অমল কুমার সরকার।

আদালত সূত্র জানায়, দণ্ডিত ব্যক্তিদের পিতা নিতাই সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে ২০১৩ সালে একটি মামলা করেন। এতে কালিহাতী মৌজার নিশিকান্ত সাহার কাছ থেকে ১৯৭০ সালের ২ মে তিন শতাংশ ভূমি সাবকবলা দলিল মূলে ক্রয় করেছেন বলে উল্লেখ করেন। মামলা চলাকালে পিতার মৃত্যুর পর দণ্ডিত ব্যক্তিরা মামলার প্রার্থী হন। পরে ওই মামলায় ২০২১ সালের ২০ সেপ্টেম্বর তারা ডিগ্রি লাভ করেন।

এ আদেশের বিরুদ্ধে ২০২২ সালে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। পরে প্রমাণিত হয় দণ্ডিত ব্যক্তিরা তাদের পিতার নামে ১৯৭০ সালে সাবকবলা দলিলের যে নকল উপস্থাপন করেছেন তা জাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম