গরুর হাট তদারকিতে সিসি ক্যামেরা-ড্রোন ব্যবহার করছে সিএমপি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:৩৫ পিএম
নগরীর সব গরুর বাজার সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। এছাড়া পশুর হাটগুলোতে জালটাকা শনাক্তে সার্বক্ষণিক গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।
সোমবার নগরীর চাঁন্দগাঁও থানার নূরনগর হাউজিং ও কর্ণফুলী থানার মইজ্জারটেক গরুর বাজার পরিদর্শন শেষে কমিশনার এসব কথা বলেন।
সিএমপি কমিশনার আরও বলেন, আসন্ন কুরবানি উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি রয়েছে। যেখানে গরুর বাজার ইজারা দেওয়া হয়েছে, তার বাইরে বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সড়কে পশুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ সিএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।