কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:০০ পিএম
সম্প্রতি বৃষ্টিপাতে উজান থেকে পাহাড়ি ঢল নামায় রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়তে শুরু হয়েছে। এতে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। বর্তমানে দুটি ইউনিট চালু করে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতার কারণে কিছুদিন আগেও কেবল একটি ইউনিট চালু রেখে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিল বলে জানিয়েছে কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ।
কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল ওই বিদ্যুৎ কেন্দ্রে হ্রদে স্বাভাবিক পরিমাণ পানি থাকলে মোট পাঁচটি ইউনিট চালু রেখে দৈনিক ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু প্রতি বছর শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে গেলে উৎপাদন ব্যাহত হয়ে পড়ে। এ বছর হ্রদে অতিরিক্ত পানি কমে যাওয়ায় ১ নম্বর ইউনিট চালু রেখে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিল; যা একেবারে উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে চলে যায়।
এটিএম আবদুজ্জাহের জানান, রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ১১ এমএসএল (মিন সি লেভেল) বা ফুট; কিন্তু ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত হ্রদে পানির পরিমাণ ছিল ৭৫ দশমিক ৩২ ফুট।