Logo
Logo
×

সারাদেশ

সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৬:৪৫ পিএম

সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কাজ বন্ধ থাকবে বলে জানা গেছে। 

সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে ২৬ জুন (সোমবার) থেকে ২ জুলাই (রোববার) পর্যন্ত।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন জানান, ৩ জুলাই থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম চালু করা হবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম