Logo
Logo
×

সারাদেশ

পদ্মার ২৭ কেজির পাঙ্গাস ৪২ হাজার টাকায় বিক্রি

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৫:৩৪ পিএম

পদ্মার ২৭ কেজির পাঙ্গাস ৪২ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি ৪২ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার ভোররাতে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে স্বপন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে দেলোয়ার হোসেনের আড়তে আনা হয়। সেখানে প্রকাশ্য নিলামে সর্বোচ্চ এক হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ১৫০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা। পরে দুপুর ১২টার দিকে মাগুরার এক শৌখিন ক্রেতার কাছে এক হাজার ৫৫০ টাকা দরে ৪১ হাজার ৮৫০ টাকায় তিনি মাছটি বিক্রি করে দেন।

ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, পদ্মায় এখন মাঝে মধ্যেই বড় আকৃতির পাঙ্গাস, রুই, কাতল ও বাঘাইড় মাছ ধরা পড়ছে। এতে জেলেরা লাভবান হওয়ার পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ব্যবসা করছি। পদ্মা নদীর বড় মাছ অত্যন্ত সুস্বাদু এবং এর চাহিদা ব্যাপক বলে তিনি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম