নগরপিতা নয়, সেবক হিসেবে কাজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:৫৩ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় নগরপিতা নয়, সেবক হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে কাজ শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রোববার দুপুর ১২টায় আনোয়ারুজ্জামান চৌধুরী সস্ত্রীক গণভবনে পৌঁছান ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটবাসীর ভালোবাসার মর্যাদা দিতে সিলেট সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা করে ও কাজ শুরু করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, সিলেটবাসীর সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। তারা যেমন জাতির পিতাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন, তেমনি আমাকেও ভালোবাসেন। ভালোবাসেন নৌকা। তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মেয়র বা নগরপিতা নয়, সেবক হিসেবে কাজ করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতকালে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর সালাম জানিয়ে বলেছেন, আপনি আমার ওপর আস্থা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী আপনার জন্য, কেবলমাত্র আপনাকে, আওয়ামী লীগকে ও নৌকাকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। তারা আপনার জন্য সবসময় দোয়া করেন ও সিলেটের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী ও তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।