মামুন হত্যা মামলায় দুই অপহরণকারীর মৃত্যুদণ্ড
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৯:২৪ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামুন মিয়া নামে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে দুইজন অপহরণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শ্রী রামপুর এলাকার মো. গাফফার ও সোনারগাঁয়ের উত্তরপাড়ার মাসুদ রানা। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
এদিকে হত্যার পর লাশ গুম করার অপরাধে দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজিব মোল্লা নামে একজনকে খালাস প্রদান করেছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ বলেন, ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। আসামিরা গ্রেফতার হওয়ার পর রায় কার্যকর হবে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জান বলেন, মুক্তিপণের তিন লাখ টাকা না পেয়ে ২০১২ সালের ৮ জুলাই বিকালে সোনারগাঁয়ে সিএনজিচালক মামুন মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগমের দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।
রায়ে বাদী সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এ রায় যেন উচ্চ আদালতে বহাল থাকে।