চশমা কিনতে যাওয়ার সময় বাবা-ছেলে নিহত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৯:২১ পিএম
ঈদের চশমা কিনে নানার বাড়ি যেতে চেয়েছিল শিশু মাসুদ। সেই চশমা কিনতে বাবার বাইসাইকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যাচ্ছিল; কিন্তু তাদের চশমা কেনা হলো না। তাদের বাইসাইকেলে ইটবোঝাই ট্রলির ধাক্কায় বাবা ও শিশু ছেলে নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদেরহাটের ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ট্রলিটি দুমড়ে-মুচড়ে পাকা সড়কের পাশের মুদির দোকানের উপর আছড়ে পড়ে।
নিহতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আজগার আলীর ছেলে একরামুল হক (৪৫) তার শিশু ছেলে মাসুদ রানা (৯)।
নিহতের স্বজন আজিজুল জানান, রোববার সকাল সাড়ে ১০টায় তার ভাই ও ভাতিজা ঈদের কেনাকাটা করার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপজেলার চাঁদেরহাট নামক স্থানে পৌঁছলে বাইসাইকেলে আরোহণ করার সময় পেছন থেকে দ্রুতগামী ইটবোঝাই ট্রলিটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায় এবং গুরুতর আহত একরামুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রলির ড্রাইভারসহ দুজনকে আটক করেছে। আটক ট্রলি ড্রাইভার মোকছেদুল হক ও মিলন বাবু নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার হজরত আলী ও আয়নাল হকের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।