Logo
Logo
×

সারাদেশ

পানিতে ডুবে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৬:২২ পিএম

পানিতে ডুবে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

রূপগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার হোরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তারা হলো- উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া। তারা সবাই বর্তমানে হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া। 

নিহতদের পরিবারের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে হোরগাঁও এলাকার একটি পুকুরে তিনজন স্কুলশিক্ষার্থী গোসল করতে যায়। তাদের কেউই সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম