Logo
Logo
×

সারাদেশ

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পলাতক, অবশেষে হাজতে

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৮:৩২ পিএম

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পলাতক, অবশেষে হাজতে

২১ বছরের পলাতক আসামি আতাউর রহমান (৪৫) র‌্যাবে গ্রেফতার ছবি: যুগান্তর

রাজশাহীর পুঠিয়ায় নারী অপহরণের মামলায় ১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পালিয়ে ছিলেন এ ব্যক্তি। অবশেষে ঢাকা জেলার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব। সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমান (৪৫) পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার আতাউর রহমানকে শুক্রবার পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠগড়া উত্তরপাড়া এলাকা থেকে র‌্যাব-৩ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। 
 
পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, সাজাপ্রাপ্ত আসামি আতাউরের বিরুদ্ধে পুঠিয়া থানায় ২০০২ সালের গত ১৬ মে নারী অপহরণের ঘটনায় মামলা করা হয়। তবে তার অনুপস্থিতিতে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে ১৪ বছরের কারাদন্ড দেন।

ওসি বলেন, আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিলেন। গ্রেফতাকৃত সাজাপ্রাপ্ত আসামি আতাউরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম