
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০১:০১ এএম
ছয় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে কলেজশিক্ষক বরখাস্ত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১০:৫৮ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
ছয় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক আলী আশরাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল চন্দ্র সরকার।
গত ১০ জানুয়ারি ওই ছয় শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ এনে কলেজ অধ্যক্ষ বরাবর আবেদন করে। পরে অধ্যক্ষ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক স্নিগ্ধা হালদার, এবিএম আমিনুল হক, শরীরচর্চা শিক্ষক তকদিরা ইসলাম ও স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান ও রেবেকা খাতুনসহ মোট পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটিকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে চিঠি প্রদান করেন কলেজ অধ্যক্ষ।
অতঃপর তদন্ত কমিটি অভিযোগকারীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত শিক্ষক আলী আশরাফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে রিপোর্ট দেন। এ সুপারিশের ভিত্তিতে গত ৫ জুন অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় আশরাফকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।