Logo
Logo
×

সারাদেশ

সন্তানকে শ্বাসরোধে হত্যার পর যা ঘটল

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৩:৫৬ পিএম

সন্তানকে শ্বাসরোধে হত্যার পর যা ঘটল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক নবজাতককে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় অভিযুক্ত মা কল্পনা রানীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত কল্পনা রানী বর্মণ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত হিন্দুপাড়া গ্রামের দেবেন্দ্র নাথের স্ত্রী বলে জানা গেছে। 

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১টা থেকে ৩টার মধ্যে কল্পনা রানী নিজ বাড়িতে নবজাতক শিশুটি প্রসব করে। এর পর শিশুটির নাকে আঙুল দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে শিশুটির লাশ গুম করতে দরবস্ত হিন্দুপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের বাঁশবাগানের ড্রেনের পানিতে ফেলে আসে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রলয় কুমার বর্মা জানান, মৃত রামতনু চন্দ্র বর্মনের ছেলে শ্রী দেবেন্দ্র নাথ বর্মনের (৪৫) সঙ্গে ২২ বছর আগে শ্রীমতি কল্পনা রানীর বিয়ে হয়। এর পর তাদের কোলজুড়ে দুটি সন্তান কনক চন্দ্র বর্মন (২০) এবং শ্রীমতি কনিকা রানী (১৮) আসে। 

এদিকে আট বছর আগে স্ত্রী শ্রীমতি কল্পনা রানী পরকীয়ায় জড়িত বলে অভিযোগ তোলেন স্বামী শ্রী দেবেন্দ্র নাথ বর্মন। এর পর থেকেই দাম্পত্য কলহ চলছে তাদের। এ বিষয়টি শাশুড়িকে জানালেও কোনো ব্যবস্থা না নেওয়ায় দেবেন্দ্র নাথ প্রায় আট বছর ধরে নিজ বাড়ি ছেড়ে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় পৃথকভাবে বসবাস করছেন।   

এ বিষয়ে দেবেন্দ্র নাথ জানান, লোকের মাধ্যমে জানতে পারি স্ত্রী সন্তান প্রসব করেছে। পরে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করে। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লোকজনের উপস্থিতিতে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি স্বীকার করে।  

পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে কল্পনা রানী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম