বিজয়ী কাউন্সিলর রেজওয়ান আহমদ। ছবি: যুগান্তর
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোট গণনার পর বিজয়ী কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল ছুড়ে তার বাসায় ভাঙচুর করা হয়। এ সময় রেজওয়ানের বোন আহত হন।
বুধবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা বড়বাজারের ৭০নং ফয়জুরবাগে এ ঘটনা ঘটে।
হামলার সঙ্গে পরাজিত প্রার্থী সাহেদ সিরাজ ও তার লোকজন জড়িত বলে দাবি করেছেন কাউন্সিলর রেজওয়ান আহমদ।
কাউন্সিলরের পরিবারের লোকজন জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বহিষ্কৃত সাহেদ সিরাজ ও আলোচিত সন্ত্রাসী ডোম সিরাজের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ কাউন্সিলরের অফিস ও বাসায় হামলা চালায়। হামলায় কাউন্সিলর রেজওয়ানের বোন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবারের নির্বাচনে রেজওয়ান টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ঝুড়ি মার্কা প্রতীকে তিনি ২৩৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২৩২৪ ভোট। এ ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।