ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় দেখে নারীকে কারাদণ্ড
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৮:৪৪ পিএম
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় ভোট কেন্দ্রের গোপন কক্ষে গিয়ে এক নারীকে ভোটদানে প্রভাবিত করতে দেখেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নির্দেশে ওই নারীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহীর তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসা থেকে মোসা. সাবিয়া বেগম নামে ওই নারীকে আটক করা হয়।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ শেষে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, ভোটগ্রহণ ভালোভাবে হয়েছে। কোনো অনিয়মের খবর পাইনি। তবে রাজশাহীর একটি ভোট কেন্দ্রে ঢাকা থেকে একজন নারীকে একাধিকবার বুথে ঢুকতে দেখেছি। তাকে আটক করে অলরেডি শাস্তি দেওয়া হয়েছে।