Logo
Logo
×

সারাদেশ

পল্লী বিদ্যুতের লাইনে বসলেই ছিটকে পড়ছে শালিক

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১০:৫৩ পিএম

পল্লী বিদ্যুতের লাইনে বসলেই ছিটকে পড়ছে শালিক

বরিশালের বানারীপাড়ায় পল্লী বিদ্যুতের মূল লাইনের তারে বসলেই একাধিক শালিক পাখির মৃত্যু হচ্ছে। দীর্ঘ দিন ধরে উপজেলার বাইশারী বাজারে মাসুম রাঢ়ির দোকান সংলগ্ন পল্লী বিদ্যুতের মূল লাইনের তারের ওপর শালিক পাখি বসলেই মাটির উপর ছিটকে পড়ছে পাখিগুলো।

স্থানীয়রা সোমবার এ বিষয়টি পল্লী বিদ্যুতের উদকাঠী সাবস্টেশন অফিসে অভিযোগ করার পর সেখান থেকে কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি বলে বাইশারী বাজার ব্যবসায়ী মো. সেলিম হাসানসহ একাধিক ব্যক্তি যুগান্তরকে জানান।

তারা আরও জানান, প্রতিদিন বিদ্যুৎ লাইনে অসংখ্য শালিক মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে অনেক লোকের ভিড় জমে। তারা বিদ্যুৎ লাইনে শালিক পাখি যাতে মারা না যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বরিশাল রহমতপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বানারীপাড়া সাব জোনাল অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা এজিএম মো. আতিকুর রহমান যুগান্তরকে জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম