উচ্ছেদের পর ফের দখল, সাভারের ইউএনওকে হাইকোর্টে তলব
যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ২০ জুন ২০২৩, ১০:৩০ পিএম
আদালতের নির্দেশে সাভারের নামাবাজার এলাকায় বংশী নদী ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার তা দখল হয়ে যাওয়ায় এর ব্যাখ্যা দিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৮ জুলাই তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
ইউএনওকে হাইকোর্টে তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার বাকির হোসেন মৃধা। তিনি ২০১৯ সালে বংশী নদী ও নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করে রিট করেছিলেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা ও সাভারের উপজেলা প্রশাসন গত বছরের শেষ দিকে বংশী নদী ও নদীতীরের ২৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু উচ্ছেদ হওয়ার কয়েক মাসের মধ্যেই পুনরায় নদী ও নদীতীর দখল হয়ে যাওয়ায় এর ব্যাখ্যা দিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট।
ব্যারিস্টার বাকির হোসেন মৃধা বলেন, উপজেলা প্রশাসনের নাকের ডগায় পুনরায় এ দখলের উৎসব চললেও দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বরং নদী ও নদীতীরের খাসজমি দখলদারদের বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করেছে সাভার উপজেলা প্রশাসন।