Logo
Logo
×

সারাদেশ

থানার ভেতরই দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৬:৪১ পিএম

থানার ভেতরই দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সিংগাইর থানার ভেতরে সালিশ বৈঠকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় থানার ভেতর পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী গ্রামের লুৎফরের ছেলে আতিক (২২), জার্মিত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ছলিম উদ্দিন (৫০), সিংগাইর পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে হাসান আলী (৫০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পানিশাইল গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী রিনা আক্তার (৩০) জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দেবর ছলিম উদ্দিনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই মো. কামরুল ইসলাম গত শুক্রবার ছলিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে রফাদফা শেষে মীমাংসার শর্তে তাকে ছেড়ে দেয় পুলিশ। এ নিয়ে সোমবার সন্ধ্যায় থানার গোলঘরে সালিশ-বৈঠক বসে।

তর্ক-বির্তকের একপর্যায়ে অভিযোগকারী রিনা আক্তার ছলিম উদ্দিনের স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়। এতে ছলিম উদ্দিনের জামাতা হেলাল উদ্দিন প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আতিকসহ ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করেন।

এসআই মো. কামরুল ইসলাম বলেন, মারামারির ঘটনা থানার বাইরে ঘটেছে। আমি সেখানে ছিলাম না। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার ছলিম উদ্দিনকে থানায় এনে মীমাংসার জন্য বিচারের তারিখ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রফাদফার কথা অস্বীকার করেন তিনি।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম এমন ছোটখাটো বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, আমি যতটুকু শুনেছি বিচার সালিশ শেষে থানার পাশে কথা কাটাকাটি হয়েছে।

প্রসঙ্গত, জমিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগের ভিত্তিতে প্রতিনিয়ত থানায় সালিশ বৈঠক বসে থাকে। এসব বিচার-সালিশকে কেন্দ্র করে থানায় পেশাদার মাতব্বরদের দৌরাত্ম্য বেড়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম