Logo
Logo
×

সারাদেশ

সহপাঠীর ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:৫২ পিএম

সহপাঠীর ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সোমবার দুপুরে এক সহপাঠীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন- সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র জাকারিয়া হাওলাদার (১৭), জয়ন্ত রাহা (১৭) ও নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ (১৬)। তাদের মধ্যে জাকারিয়া ও জয়ন্তর অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরি দিয়ে হামলা চালান ওই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাছির সরদারকে (১৮) পুলিশ স্থানীয়দের সহায়তায় আটক করেছে। তিনি উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের জাহান আলীর ছেলে।

ফকিরহাট উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ জানান, আহত তিন শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। আহত দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুসা আব্দুল্লাহকে ফকিরহাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। এ সময় একজনের গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে   শিক্ষার্থীরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায় ওই কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র নাছির সরদারের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তার দুই সহপাঠী জাকারিয়া হাওলাদার, জয়ন্ত রাহা ও নবম শ্রেণির ছাত্র মুসা আব্দুল্লাহ আহত হয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় ছুরি দিয়ে হামলাকারী শিক্ষার্থী নাছির সরদারকে আটক করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম