Logo
Logo
×

সারাদেশ

সবাইকে নিয়ে দুর্নীতি দমন করতে চাই: বরিশালে দুদক কমিশনার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৯:৫৮ পিএম

সবাইকে নিয়ে দুর্নীতি দমন করতে চাই: বরিশালে দুদক কমিশনার

দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, আমরা সবাইকে সঙ্গে নিয়েই দুর্নীতি দমন করতে চাই। আর এজন্য সবার সহযোগিতা প্রয়োজন, দুদকের ওপর সবার পুরোপুরি আস্থাও থাকতে হবে। ঘুসের মাধ্যমে কেউ যাতে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের আক্রান্ত করতে না পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।

রোববার সকালে নগরীর বান্দ রোডের বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, দেশকে সমৃদ্ধশালী, বঙ্গবন্ধুর সোনার বাংলা, পরবর্তীতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে না বলতে হবে। তাই যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। দুর্নীতি রুখে দিতে সবাইকে আহ্বান জানান তিনি।

গণশুনানির দ্বিতীয় অধিবেশনে সেবাগ্রহীতা ও দাতাদের মুখোমুখি করে বিভিন্ন দপ্তরের ২১টি অভিযোগের শুনানি করা হয়।

বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, দুর্নীতি দমন কমিশনের বরিশালের পরিচালক আবদুল গফফার প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম