Logo
Logo
×

সারাদেশ

ভাইরাল হতে দুই যুবকের কাণ্ড

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১০:০৭ পিএম

ভাইরাল হতে দুই যুবকের কাণ্ড

হালুয়াঘাটে ফেসবুকে ভাইরাল হতে বাড়ির উঠানে মোটরসাইকেল কবর দেন দুই যুবক। তারা উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাসিন্দা।

শ্বশুরবাড়ি থেকে ডিসকভার মোটরসাইকেল দেওয়ার কথা ছিল; কিন্তু দিয়েছে টিভিএস মেট্রো মোটরসাইকেল। তাই রাগের বশবর্তী হয়ে বাড়ির উঠানেই সেই বাইকের কবর দিয়েছেন ওই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। 

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি আসলে সাজানো নাটক। মূলত আকিকুল বাশার ও ইলিয়াস আহমেদ নামে দুই যুবক ভাইরাল হওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়েছেন। তারা পেশায় কনটেন্ট ক্রিয়েটর। 

দুই দিন আগে ‘মেজো ভাই’ নামে একটি ফেসবুক পেজ থেকে তারা মোটরসাইকেল কবর দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন। 

ভিডিওতে দেখা যায়, শ্বশুরবাড়ি থেকে পছন্দের বাইক না দিয়ে যে মোটরসাইকেল দিয়েছে সেটি কবর দিচ্ছেন আকিকুল নামে ওই যুবক। ভিডিওটি প্রকাশ হওয়ার পর দুই দিনে ১ কোটি ২০ লাখ মানুষ দেখেছেন। মন্তব্য করেছেন ৫৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। এরপর থেকেই মূলত গুজব ছড়িয়ে পড়ে।

শুক্রবার আরও একটি ভিডিও আপলোড করে মূল ঘটনা জানান কনটেন্ট ক্রিয়েটর আকিকুল ও ইলিয়াস। 

আকিকুল বাশার বলেন, আমরা বিডি আকিকুল ও মেজো ভাই পেজে নিয়মিত কনটেন্ট আপলোড করি। সেই ধারবাহিকতায় প্রথমে বাইক নিয়ে একটি ভিডিও বানাই; কিন্তু সেটি ভাইরাল হয়নি। পরে যৌতুককে কেন্দ্র করে বাইক কবর দেওয়ার ঘটনা সাজানো হয়। আমি আসলে বিয়েই করিনি। 

ইলিয়াস বলেন, মূলত মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। এখন সেটি ভাইরাল হয়ে গেছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম