Logo
Logo
×

সারাদেশ

জিইউজের ইউনিট চিফ গাফফার, ডেপুটি খোরশেদ

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৭:৫৪ পিএম

জিইউজের ইউনিট চিফ গাফফার, ডেপুটি খোরশেদ

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) কালীগঞ্জ ইউনিটের সম্মেলন শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার আজমতপুর বিশ্ব রোড চৌরাস্তার খান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক খোরশেদ আলম খানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ সালাম শান্ত (সংবাদ প্রতিদিন), সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (জনকন্ঠ), সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি (মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক) আলমগীর হোসেন, অত্র ইউনিয়নের সদস্য- মুজিবুর রহমান (ইত্তেফাক) ও মো. আমিনুল ইসলাম (দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া (বাংলাদেশ বুলেটিন), জাঙ্গালিয়া ইউপি সদস্য সোহেল রানা।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক মিনহাজ আবেদিন বিশাল, সাংবাদিক ইউনিয়নের গাজীপুর মেট্রো সদর থানা ইউনিট চিফ মেহেদী হাসান বিপ্লব বাদাম (নিউনেশন), শ্রীপুর ইউনিট ডেপুটি চিফ মেহেদী হাসান লিটন (সময়ের আলো); কালীগঞ্জ ইউনিট সদস্য যথাক্রমে- মজিবুর রহমান (কালবেলা), তৈয়বুর রহমান (খবরপত্র), পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার) ও আব্দুল মতিন (খবর বাংলাদেশ), কাজী এনামুল হাসান (নয়া শতাব্দী) প্রমুখ। 

সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন- দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের কাজ করতে হবে। একটি ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা কেবল সাংবাদিকরাই পালন করতে পারেন। 

সম্মেলনে জামালপুরের বকশীগঞ্জে চেয়ারম্যান কর্তৃক ৭১ টিভির সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জিইউজের সদস্য সঞ্জিব কুমার দাস (আমার সংবাদ), বেলায়েত হোসেন শামীম (আমাদের অর্থনীতি), শাহানাজ পাটোয়ারি (ভোরের সময়), মুন্নি খানম (মুক্ত বলাকা), মাহাবুর রহমান (দেশ বাংলা), মো. মজিবুর রহমান (মাই টিভি), রেজাউল করিম (খবর বাংলাদেশ), কাজী মো. আব্দুল মান্নান (স্বাধীনমত) ও রাশেদ উল হোসেন কমল (আলোকিত সকাল) প্রমুখ। 

সম্মেলন শেষে আব্দুল গাফ্ফারকে ইউনিট চিফ ও খোরশেদ আলমকে ডেপুটি চিফ করে কালীগঞ্জ ইউনিট কমিটি ঘোষণা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম