Logo
Logo
×

সারাদেশ

রাতে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় একজনের মৃত্যু

Icon

লামা (বান্দরবান) ও লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০১:২১ এএম

রাতে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় একজনের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শুক্রবার রাত ১১টার দিকে আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই গুরুতর আহত ফকির আহমদকে পার্শ্ববর্তী লোহাগাড়া পদুয়া হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফকির আহমদ (৫০) আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়া পাগলির ঝিরির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের ২নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে।

জানা যায়, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। শুক্রবার গভীর রাতে তিনজন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায়। এ সময় তাদের অসাবধানতার জন্য উপর থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে তারা মাটিচাপা পড়েন দুই শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম