Logo
Logo
×

সারাদেশ

সিলেটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বেড়িবাঁধে ভাঙন

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১০:২০ পিএম

সিলেটে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বেড়িবাঁধে ভাঙন

ভারতের মেঘালয়ে টানা দুদিনের বৃষ্টিপাত ও ভারি বর্ষণের ফলে সিলেটের গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ওপর দিয়ে প্রবাহিত খরস্রোতা পিয়াইন, সারী ও গোয়াইন নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

নদনদীর পানি বাড়ার ফলে ভয়াবহ বন্যার আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকতে বলছে প্রশাসন। 

এদিকে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পিয়াইন নদীর প্রবল স্রোতে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওড় বেড়িবাঁধের ৯ পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। 

এতে আশপাশের ১০টি গ্রামের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পাথর কোয়ারিগুলো তলিয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। এ ছাড়া পানির কারণে গোয়াইনঘাট-রাধানগর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

একাধিক স্থানে নৌপারাপারের মাধ্যমে উপজেলার সঙ্গে যোগাযোগ সচল রয়েছে। সারী-গোয়াইনঘাট ও গোয়াইনঘাট-সালুটিকর সড়কেও যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

পাউবো সূত্র জানায়, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তা দ্রুত বিপৎসীমা অতিক্রম করতে পারে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান জানান, প্লাবিত এলাকায় প্রশাসন থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৬টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। জনসাধারণের জানমাল রক্ষায় গতবারের মতো এবারও প্রতিটি ইউনিয়নে ইমার্জেন্সি রেসকিউ টিম প্রস্তুত রাখা আছে। এখনো বন্যায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম