Logo
Logo
×

সারাদেশ

ট্রাকচাপায় দলিল লেখকসহ নিহত ২

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১১:১১ পিএম

ট্রাকচাপায় দলিল লেখকসহ নিহত ২

নরসিংদীতে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দীর বাঘহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মাধবদী কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে শাহাদাৎ হোসেন (৫৮) ও একই গ্রামের আব্দুর রহমান (৭০)। এদের মধ্যে শাহাদাৎ হোসেন নরসিংদীতে দলিল লেখকের কাজ করতেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে শাহাদাৎ পার্শ্ববর্তী এলাকার একজনকে নিয়ে মাধবদী থেকে অটোরিকশাযোগে নরসিংদী রেজিস্ট্রি অফিসে আসছিলেন। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দীর বাঘহাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক অটোরিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়। ওই সময় অটোরিকশায় থাকা আরও দুইজন আহত হন। আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির এসআই কবির হোসেন ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম