Logo
Logo
×

সারাদেশ

মাতারবাড়িতে ৬৪ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল আরও এক জাহাজ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১১:১০ পিএম

মাতারবাড়িতে ৬৪ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল আরও এক জাহাজ

মহেশখালীর মাতারবাড়িতে স্থাপিত জেটিতে ভিড়েছে কয়লাবাহী চতুর্থ জাহাজ। এই জাহাজে ৬৪ হাজার ৭৭০ মেট্রিক টন কয়লা রয়েছে। বুধবার সকালে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার পর বিশালাকার এই জাহাজটিকে বন্দরের টাগবোট দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে টেনে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, কয়লা নিয়ে আসা পানামার পতাকাবাহী ২২৯ মিটার দৈর্ঘ্যের এই জাহাজের নাম ‘ওজিসিএল প্রদীপ’। বন্দরের দুটি শক্তিশালী টাগবোট- কাণ্ডারি-২ ও কাণ্ডারি-৩ এটিকে টেনে কৃত্রিম চ্যানেলে জেটিতে ভেড়াতে সক্ষম হয়।

এর আগে গত ১৯ মে ৬৫ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ী এসেছিল ‘ওয়াইএম এন্ডেভার’ নামে আরেকটি বড় জাহাজ। ৬৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে প্রথম কয়লার নিয়ে জাহাজ ভিড়েছিল ২৫ এপ্রিল। ২২৯ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের পানামার পতাকাবাহী এই জাহাজের নাম ছিল এমভি ‘অউসো মারো’।

কয়লার অভাবে বিভিন্ন কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ও বিদ্যুৎ সংকটের এই মুহূর্তে কয়লাবাহী জাহাজ আসার বিষয়টিকে সুসংবাদ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম