Logo
Logo
×

সারাদেশ

পায়রায় ধরা পড়ল ১৬ কেজি ওজনের কোরাল মাছ

Icon

যুগান্তর প্রতিবেদন ও বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১১:০০ পিএম

পায়রায় ধরা পড়ল ১৬ কেজি ওজনের কোরাল মাছ

বরগুনার পায়রা নদীতে এক জেলের জালে সাড়ে ১৬ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তালতলী মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন। কোরাল মাছটি দেখার জন্য মানুষ ভিড় করেন। 

জানা যায়, পায়রা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে উপকূলীয় জেলার অনেক জেলেরা। প্রতিদিনের মতো সোমবার রাতে তালতলীর তেঁতুলিয়া এলাকায় জেলে মো. হাসেম মোল্লার জালে কোরাল মাছ ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ১৫ কেজি।

জেলে মো. হাসেম মোল্লা বলেন, কোরাল মাছটা পাইয়া মোর বুকটা ভইরা গেছে খুশিতে। পোলা মাইয়ার পরীক্ষা চলে। ওগো পায়ে জুতা নাই। এখন ওগো জুতা কিনা দিতে পারমু।

মঙ্গলবার সকালে তালতলী বাজারে মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় আড়তদার মো. বসির হাওলাদার নামের এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন হাসেম মোল্লা।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ রাখার ফলে নদীতে বড় বড় সাইজের মাছ বৃদ্ধি পেয়েছে। আমাদের অভিযানের সুফল হিসেবে এত বড় কোরাল মাছ নদীতে ধরা পড়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম