দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লোডশেডিং সরকারের দুর্নীতির ফসল: হাসান সরকার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১০:৫১ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলছে। জিনিসপত্রের ঊর্ধ্বগতি ও অসহনীয় লোডশেডিংয়ে মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি, অসহনীয় লোডশেডিং ও দেশের আর্থিক খাতে অস্থিরতা এ সরকারের লাগামহীন দুর্নীতির ফসল।
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপির পদযাত্রা উপলক্ষ্যে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে পদযাত্রাটি মঙ্গলবার সকাল ১১টায় নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজবাড়ী রোড হয়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম।
আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, সুরুজ আহমেদ, মাহাবুবুল আলম শুক্কুর, হুমায়ুন কবির রাজু ,সরকার জাবেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান কালা, প্রভাষক বশির উদ্দিন, আক্তার হোসেন, খন্দকার আলী হোসেন, ইদ্রিস আলী সরকার, মনিরুল ইসলাম বাবুল, মনির হোসেন সিকদার বকুল, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম টুটুল, আব্দুল খালেক ডিলার, আসাদুজ্জামান নূর, বাবুল হোসেন, কামাল উদ্দিন, গাজী সালাহউদ্দিন, শাহাদাত হোসেন শাহীন, আতাউর রহমান, মইজুদ্দিন তালুকদার, খাদিজা আক্তার বিনা, রুহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরনসহ মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।