Logo
Logo
×

সারাদেশ

ভারতে গিয়ে বাউফলের ইউএনওর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, বাউফল

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১০:৪০ পিএম

ভারতে গিয়ে বাউফলের ইউএনওর মৃত্যু

ভারতে প্রশিক্ষণ নিতে গিয়ে বাউফলের ইউএনও মো. আল-আমিনের (৩৭) মৃত্যু হয়েছে। রোববার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করার পর চিকিৎসকের শরণাপন্ন হন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান।

গত ৪ জুন তিনি প্রশিক্ষণের জন্য ভারতে যান। ভারতের উত্তরখণ্ড প্রদেশের মিশৌরীতে প্রশিক্ষণে ছিলেন। আগামী ১৬ জুন তার দেশে ফেরার কথা ছিল।

ইউএনও আল-আমিনের বাড়ি বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনিয়নের চুনাখালী গ্রামে। ২০২১ সালের ৩১ অক্টোবর তিনি বাউফলে যোগদান করেন। তার যমজ দুটি শিশুকন্যা রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম