একসঙ্গে না ফেরার দেশে স্বামী-স্ত্রী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৩, ১০:২৮ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার দুপুরে লোকমানপুর রেলস্টেশনের অদূরে দোডাঙ্গী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন মফিজুর রহমান (৫৫) ও তার স্ত্রী সাবিনা বেগম। তারা উভয়ে বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী বড় চিথলিয়া গ্রামের জাহেদ আলী জানান, মোটরসাইকেলযোগে ওই দম্পতি অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে উভয়ের মাথা ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
নিহত মফিজুরের ভাতিজা শামীম আলী জানান, তার চাচা-চাচি উভয়ে উপজেলার মাড়িয়া গ্রামের চাচা শ্বশুর শুকটা প্রামাণিকের বাড়ি থেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ি জামনগরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন। তাদের লাশ উদ্ধার করে স্বজনরা মাড়িয়া গ্রামে মফিজুল ইসলামের শ্বশুরবাড়িতে নেয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত দম্পতির লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হবে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের এসআই হারুনুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।