ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ৪ জনের

কুমিল্লা সদর দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৩, ০৯:০১ পিএম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। পিকআপভ্যানে করে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট দেখতে আসার সময় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সুয়াগাজী ভুঁইয়া সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় আলী আহমদের ছেলে ও পিকআপের চালক মোর্শেদুল আলম (৩০), একই এলাকার জয়নাল আবেদীন মোহনের ছেলে মো. সৈকত (১৭), ভোতা মিয়ার ছেলে ফয়সাল হোসেন (২১) এবং শাহ আলমের ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী মো. শাকিব হোসেন (১৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মো. মারুফ।
তিনি বলেন, এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এর আগে স্থানীয়রা লাশ উদ্ধার করে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
গুরুতর আহত সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো-সালাউদ্দিন (২০), সৈকত (২২), সাকিব (১৭), হাসান (১৮), ফয়সাল (২৩), রিপন (১৫), সাগর (১৫)। তারা পিকআপভ্যানে করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করতে আসার পথে এমন দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, ঘাতক কাভার্ডভ্যানকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।