বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁর প্রথম ভিসি আবুল কালাম আজাদ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৩, ০১:২৬ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁর প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনের ভিত্তিতে আবুল কালাম আজাদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য পদে আবুল কালাম আজাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তবে বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে নওগাঁয় এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সেখানে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চার বছর পর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা।
গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩ সংসদে পাস হয়। তবে নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এখনো কোনো স্থান নির্বাচন করা হয়নি।
অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, রাষ্ট্রপতি আমাকে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় অন্য রকম এক ভালো লাগার অনুভূতি কাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হওয়ায় অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। খুব শিগগির উপাচার্য হিসেবে যোগদান করব।