‘জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ’
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১০:৫৪ পিএম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, আগামী দিনে লড়াই হবে ভোটের মাধ্যমে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ৩০ বছর আগে ক্ষমতা ছেড়েছি। আজও জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়নি। জাতীয় পার্টি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে। দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের কথা এখনো ভুলে নাই, জনগণ সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে ভুলে নাই। জাতীয় পার্টির সুশাসন ও উন্নয়নের কথা এখনো মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি বলেন, বর্তমান সরকারের দুর্নীতি ও লুটপাট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্যের কারণে সাধারণ মানুষ দিশেহারা। জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে এ দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক আব্দুল হাকিম হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. জাবেদ ওমর বেমিম।
সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. জামাল হোসেন, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক আলহাজ জয়নাল আবেদীন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. জানে আলম হাওলাদার।
উপস্থিত ছিলেন, মুন্গিঞ্জ জেলা জাতীয় পার্টির আহব্বায়ক সদস্য রফিকউল্লা সেলীম, মুন্সিগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মো. আরিফুজ্জামান দিদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহব্বায়ক সদস্য আলী হোসেন মোল্লা, সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক সদস্য মো. হাসান ঢালী, বালুচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম মেম্বার, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য মো. শরীফ প্রধান প্রমুখ।
সম্মেলন শেষে শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আব্দুল হাকিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাবেদ ওমর বেলীমের নাম ঘোষণা করেন।