Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস উদ্ধার আটক ১ 

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১১:১২ পিএম

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস উদ্ধার আটক ১ 

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ২ কেজি ১১২ গ্রাম আইসসহ একজনকে আটক করেছেন। 

আটক ব্যক্তি টেকনাফ খাংকারপাড়া এলাকার মো. নবী হোসাইনের ছেলে মো. মেহেদী হাসান (৩০)।

মঙ্গলবার দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির উত্তর দিকে আলুগুলা নামক এলাকা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে কৌশলে কেউড়া বাগানে অবস্থান করে বিজিবি সদস্যরা। 

পরে একজন ব্যক্তিকে ওই স্থানে রাতে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির চোরাচালান প্রতিরোধ টহল টিমের তাকে সন্দেহ হলে আটক করেন। আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে কেউড়া বাগান হতে একটি প্লাস্টিকের পোটলা উদ্ধার করে তল্লাশি করলে ২ কেজি ১১২ গ্রাম আইস উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটক ব্যক্তি ও উদ্ধার আইসসহ পরবর্তী আইনি কার্য সম্পাদন করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম