যবিপ্রবি: পরীক্ষাকেন্দ্রে অন্তর্বাসের ভেতর মোবাইল ফোন, ছাত্র বহিষ্কার
যশোর ব্যুরো
প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১১:১০ পিএম
ফাইল ছবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকেন্দ্রে কাছে মোবাইল ফোন রাখার দায়ে ঋতকমল মন্ডল নিলয় নামে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জানা যায়, যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৩১৫ নম্বর রুমে পরীক্ষা চলাকালীন স্ট্রাইকিং ফোর্স কমিটির সদস্যরা ২৪০৮৬৫ রোল নম্বরধারী ওই শিক্ষার্থীকে ফোনসহ আটক করে। এ সময় ওই শিক্ষার্থী থেকে জব্দকৃত ফোনের লোকেশন, ব্ল–টুথ ও ইন্টারনেট কানেকশন চালু ছিল। পরে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদে নিলয় জানায়, বাসা থেকে ফোন নিয়ে বের হওয়ার পর ভাবছিলাম ফোন রাখব কোথায়? পরে পকেট থেকে বের করে আন্ডারওয়্যারের ভেতর রেখে পরীক্ষায় বসেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী ফোনটি আন্ডারওয়্যারের মধ্যে রাখায় প্রথম ও দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থায় তা শনাক্ত হয়নি। পরবর্তী সময়ে পরীক্ষা শুরু হলে তৃতীয় নিরাপত্তাব্যবস্থায় সিগন্যাল শনাক্তের মাধ্যমে ওই শিক্ষার্থীকে ফোনসহ ধরা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান যবিপ্রবির প্রক্টর।