Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় গোসলে নেমে ভেসে গেল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র

Icon

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৭:৫৪ পিএম

পদ্মায় গোসলে নেমে ভেসে গেল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র

ফাইল ছবি

লৌহজংয়ের পদ্মা নদীতে শুক্রবার গোসলে নেমে ভেসে গেল ঢাকা থেকে বেড়াতে আসা দুই বিশ্ববিদ্যালয় ছাত্র। খোঁজাখুঁজির পর বিকালে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর ছাত্র এখনো নিখোঁজ রয়েছে।

জানা গেছে, এরা দুজনেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। নুরুল হক নাফি ঢাকার নতুনবাজার বাড্ডা এলাকার শরীফুল হকের ছেলে ও সব্যসাচী সৌম্য দাস ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার সরুজ দাসের ছেলে।   

শুক্রবার দুপুরে শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের কাছে নামলে প্রবল স্রোত দুজনকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় নদীতে গোসলরত আশপাশের লোকজনের ডাক-চিৎকারে জেলেদের মাছ ধরার নৌকা এগিয়ে এসে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। 

এরপর ঢাকা থেকে আসা ও লৌহজংয়ের ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে নামে। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৪টার দিকে সব্যসাচী সৌম্য দাসের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে অপর ছাত্র নুরুল হক নাফি এখনো নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে। 

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আব্দুল মতিন জানান, সব্যসাচী সৌম্য দাস (২৯) ও নুরুল হক নাফি (২৪) দুজনেই শিক্ষার্থী। শুক্রবার দুপুরে লৌহজংয়ের পদ্মা নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে তারা নদীতে ভেসে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম