
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১০:১১ এএম
ট্রাকচালকসহ নিহত ২

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:১১ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামগামী ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় চালকসহ দুইজন নিহত ও অজ্ঞাত এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে পৌর সদরের উত্তর পাশের সুফিয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফেদাইনগর গ্রামের একরামুল হকের ছেলে ট্রাকচালক দিদারুল আলম (২৮) ও মাহমুদাবাদ গ্রামের মাধব দাশের ছেলে বাবুল দাশ (৫৫)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।