বকেয়া বেতন দাবিতে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৩, ১১:০৫ পিএম
ফাইল ছবি
ভালুকায় বকেয়া বেতন দাবিতে আবারো মহাসড়ক অবরোধ করেন অ্যাডভান্স টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট লিমিটেড নামে কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার বিকালে তারা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
পরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলেন; কিন্তু শ্রমিরা মহাসড়ক না ছাড়ায় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত অ্যাডভান্স টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানাটিতে ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়ে একের পর এক তারিখ দিয়ে আসছিল। এদিকে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার কাজে যোগ দেন এবং দুপুরের খাবার খেতে কারখানা থেকে বের হয়ে আসেন। পরে তারা আবারো কারখানায় প্রবেশ করতে গিয়ে কারখানার গেট বন্ধ দেখেন। ওই সময় তারা পূর্বঘোষিত সময়ে তাদের বকেয়া বেতন না পাওয়ার অশঙ্কায় বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং একপর্যায়ে তারা আগের দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহসড়কে নেমে এসে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলেন তাতেও শ্রমিকরা মহাসড়ক ছেড়ে না যাওয়ায় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গত ৩০ মে বকেয়া বেতনের জন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে বৃহস্পতিবার শ্রমিকদের গত মাসের বকেয়া বেতন পরিশোধে প্রতিশ্রুতি দিলে ওই দিন তারা অবরোধ তুলে নেন।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী সাইদুর রহমান জানান, অ্যাডভান্স টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকরা সড়ক ছেড়ে না যাওয়ায় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।